SID রবিন
এতদিন তো আপনারা ফেলুদা, ব্যোমকেশ বক্সী, কিরীটি রায়, শার্লক হোমস, CBI, CID, RAW-এর গোয়েন্দা কাহিনী শুনেছেন ।
তো এবার আপনাদের এক ভিন্ন ধরনের গোয়েন্দা কাহিনী উপহার দিতে চলেছি যা বাকি সব গোয়েন্দা কাহিনী থেকে ভিন্নরকম ।
এই গোয়েন্দা কাহিনী তে আপনারা SID রবিন এর গোয়েন্দাগিরি দেখতে পাবেন, দেখতে পাবেন তাকে বিভিন্ন রোমাঞ্চকর ও ঝূকীপূর্ণ কেস সলভ করতে।
SID এর মানে হল Secret Intelligence department । আর রবিন হল হল তার প্রধান গোয়েন্দা ।
SID সংস্থার মোট পাঁচজন গোয়েন্দার গোয়েন্দাগিরির কাহিনী আপনারা ধারাবাহিকভাবে জানতে পারবেন ।
আপনিও যদি এই ধরনের গোয়েন্দা কাহিনীতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের সাথেই থাকুন আমরা আপনাকে উপহার দিতে চলেছি কোন গল্পে সাজানো গল্প নয় বরঞ্চ সত্যিকারের জীবনের গল্প যা সত্যিকার গোয়েন্দা কাহিনী ।
তো আপনি কতটা গোয়েন্দা কাহিনী জানতে ইচ্ছুক তা কমেন্টে জানাবেন অবশ্যই ।
No comments:
Post a Comment